অক্টোবর ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ(সোমবার) গণমহাভবনে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ পার্টির নেতা চাক শুমার ’র নেতৃত্বে মার্কিন সিনেটের দ্বিদলীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে মিলিত হন।
সি চিন পিং বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। পরিবর্তনশীল ও বিশৃঙ্খল বিশ্বের মুখে চীন ও যুক্তরাষ্ট্র কিভাবে সহাবস্থানে থাকবে, যা মানব জাতির ভবিষ্যত ও ভাগ্য নির্ণায়ন করবে। আমি একাধিকবার কয়েকজন মার্কিন সাবেক প্রেসিডেন্টকে বলেছিলাম, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের হাজার খানেক কারণ আছে, কিন্তু এ সম্পর্ক নষ্ট করার একটি কারণও নেই। দুটি বড় দেশ হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত বড় দেশের মন, দৃষ্টি ও দায়িত্ব প্রদর্শন করা, দু’দেশের জনগণের কল্যাণ বয়ে আনা এবং মানব জাতির অগ্রগতি বেগবান করা।
চাক শুমার বলেন, ‘প্রেসিডেন্ট সিকে ধন্যবাদ। শাংহাই আমার এবারের সফরের প্রথম গন্তব্য। এ নগরের প্রাণশক্তি ও ভবিষ্যত আমাদের ওপর খুব ছাপ ফেলে। চীন ও যুক্তরাষ্ট্র দুটি সুপার দেশ হিসেবে বাণিজ্য, প্রযুক্তি ও কূটনীতিসহ নানা ক্ষেত্রে প্রতিদ্বদ্বিতার সম্পর্ক থাকতে পারেই। তবে আমরা সংঘাত চাই না। বিচ্ছিন্ন হতেও চাই না। চীন ও যুক্তরাষ্ট্রের উচিত যৌথভাবে এ শতাব্দি গঠন করা।
তথ্যসুত্রঃ CRIbangla